ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। জুটি বেঁধে এরই মধ্যে তারা বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এবার আরও একটি নাটকে অভিনয় করলেন তারা। নাম ‘ওরে চামবাজ’। সম্প্রতি নাটকটি প্লাস মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
বর্তমান সময়ের এক দারুণ বাস্তবতার নিরিখে নাটকটি নির্মিত হয়েছে বলে ‘ওরে চামবাজ’ নির্মাতা বর্ণনাথ জানান। এর আগে তিনি নাটক ‘আগাছা’ নির্মাণ করে সাড়া ফেলেন। তিনি বলেন, সমাজের একশ্রেণির মানুষ যখন নিজের সব মেধা খাটিয়ে চামচামি করে টিকে থাকতে চায় এবং তাদের প্রকৃত অবস্থা নিরিখে এই নাটক।
বর্তমান সময়ের করপোরেট দুনিয়ায় চামবাজদের হরহামেশা দেখা মেলে। ‘ওরে চামবাজ’-এর গল্পের ক্ষেত্রে করপোরেট জগতকেই বেছে নিয়েছেন নাটকের রচয়িতা জায়েদ জুলহাস। নাটকের প্রধান চরিত্র সাকিব আমাদের সবার খুব পরিচিত। দেখতে দেখতে দর্শক খুব সহজে আবিষ্কার করে ফেলবেন নিজেদের ব্যক্তিগত পরিচিত সাকিবদের। যাদের পেশাগত, ব্যক্তিগত কোনো যোগ্যতাই নেই অথচ তারা নিজেদের দারুণভাবে প্রতিষ্ঠিত করতে চায় কেবল মাত্র চামবাজির যোগ্যতায়। দর্শক বিরক্ত হবেন কিন্তু এড়িয়ে যেতে পারবেন বলে মনে হয় না।
নাটকে অনান্য চরিত্রে অভিনয় করেছেন রকি খান, নূর এ আলম নয়ন, হারুন রশিদ বান্টি, জাবেদ গাজী, সেজুতি খন্দকার প্রমুখ। ‘ওরে চামবাজ’ প্রযোজনা করেছে প্লাস মিডিয়া।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন