গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের তিনজন স্বনামধন্য সংগীতশিল্পী শিমু দে, মাহমুদুল হাসান ও বিজন মিস্ত্রি। তিনটি গানে সুর সংযোজন করেছেন যথাক্রমে হিমাদ্রি শেখর, রুমী আজনবী ও বিজন মিস্ত্রি। এ বিষয়ে গীতিকার রাজিবুল হাসান জানিয়েছেন ইতোমধ্যেই গানগুলোর সংগীতায়োজন ও ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। সংগীতায়োজন করেছেন দেশের দুজন স্বনামধন্য সংগীত পরিচালক বিনোদ রায় এবং মো. নাসির উদ্দিন। ভিডিও ধারণ ও এডিটিং মাহফুজ হাসান রাহাত। গানগুলো রিলিজ হবে শিল্পীদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এই গানগুলো শ্রোতা মহলে বেশ সাড়া পাবে বলে সকলেই আশাবাদী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন