ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

জিমনেশিয়াম উদ্বোধন

বাগাতিপড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:৫৫ এএম

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) বনলতা ছাত্রী হলে জিমনেশিয়াম উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার হল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। অতিথিরা ফিতা কেটে জিমনেশিয়ামের উদ্বোধন করে স্থাপিত আধুনিক ফিটনেস যন্ত্রপাতি পরিদর্শন করেন। বনলতা হলের জিমনেশিয়ামটিকে অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ নিরাপদ ও স্বয়ংসম্পূর্ণ ব্যায়ামকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যা ছাত্রীরা প্রতিদিন ব্যবহার করতে পারবেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কে এফ এ সোহেল (অব.), বনলতা হলের প্রভোস্ট র”মানা শারমিন বর্ষা প্রমুখ।