সড়ক দুর্ঘটনায় গুর”তর আহত হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২)। গত শনিবার সন্ধ্যায় মরহুমের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। এর আগে গতকাল ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। বড় ছেলে তাহমীদ জানান, গত ৮ জুলাই সকালে তার বাবা মোটরসাইকেলে করে ঢাকার বাড্ডা থেকে মিরপুরে যাওয়ার পথে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দুর্ঘটনার শিকার হন। এ সময় মাথায় গুর”তর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্র”ত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিনই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর টানা ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।