সিলেটে করোনায় আরও একজন মারা গেছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে করোনার নতুন ভেরিয়েন্টে সিলেটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজনে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেট নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়।
তিনি করোনা ছাড়াও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এখন পর্যন্ত করোনার নতুন ভেরিয়েন্টে যে তিনজন মারা গেছে, তাদের মধ্যে দুজন মারা গেছে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে একজন। এখন পর্যন্ত সিলেটে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্ত ৩০ জন শনাক্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :