সাতক্ষীরায় দুই আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আসামিরা হলেন- সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকার আফছার আলীর ছেলে অ্যাডভোকেট মো. অহিদুজ্জামান (৫৩) এবং কাটিয়া সরকারপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে অ্যাডভোকেট শেখ নিজাম উদ্দীন (৬২)। তারা উভয়েই সরকারি আইনজীবী ছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসানকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তী সময়ে জেলার শ্যামনগরের মালঞ্চ নদীর চরে নিয়ে হত্যা করে তার মরদেহ গুমের চেষ্টা করা হয়। নিহত আবিরের চাচা মো. মোনায়েম খান বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সাতক্ষীরা আমলী আদালতে ৩৮ জনের নামে মামলা করেন। আসামি তালিকায় ওই দুই আইনজীবী রয়েছেন।
আপনার মতামত লিখুন :