ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাসহ একাধিক মামলায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে ওই ইউনিয়নের ঢোলারহাট বাজারের তার দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢোলারহাট বাজারে সার ও কীটনাশকের দোকানে অবস্থান করছিলেন অখিল চন্দ্র রায়। এমন খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পরে তাকে পুলিশ প্রহরায় সদর থানায় আনা হয়। সেখান থেকে দ্রুত তাকে আদালতে তোলা হয়। রুহিয়া থানার ওসি একেএম নাজমুল কাদের জানান, তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :