ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার তেলবাহী ট্যাংক-লরির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের জঙ্গলীপুর জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম, সোহাগ হোসেন (৩৫)। তিনি বগুড়ার বাগমারা এলাকার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ বলেন, সাড়ে ৩টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের জঙ্গলীপুর জোড়া ব্রিজ এলাকায় একটি ট্যাংক-লরির সামনের চাকা ফেঁটে ব্রিজের ওপর উলটে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই চালক সোহাগ হোসেন নিহত হন। দুর্ঘটনাকবলিত লরিটি বাঘাবাড়ি বন্দর থেকে তেল নিয়ে বগুড়া যাচ্ছিল। এ ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আপনার মতামত লিখুন :