খুলনার রূপসায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসইডিপির প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে কাজদিয়া সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে বিতরণ অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর (প্রশাসন অর্থ ও ক্রয়) অধ্যাপক খন্দকার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস।
আপনার মতামত লিখুন :