পিরোজপুরের স্বরূপকাঠিতে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজি (৫৫) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালা জেসমিন বেগম বাদী হয়ে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের মনির হোসেন ফরাজিকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মনির উপজেলার চামী গ্রামের আব্দুল হালিম ফরাজির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম গত শুক্রবার সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী দোকানে চকোলেট কিনতে গেলে দোকানি মনির তাকে দোকানের ভেতর ঢুকিয়ে দরজায় বাহির থেকে তালা দিয়ে দেয়। পরে সে ভেতরে প্রবেশ করে ওই ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :