দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নির্ধারিত রুটিন অনুযায়ী এই পরীক্ষা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
গত কয়েকদিন ধরে পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় পরীক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। এমনকি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। তারপরও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা শুরু হচ্ছে।
পিএসসি সূত্র জানায়, আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট সব পরীক্ষায় হলে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস ও নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ধরনের অসদুপায় অবলম্বন বা নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করা হবে।
কমিশনের পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা নির্দেশনায় বলা হয়েছে: পরীক্ষার্থীরা হলে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, ব্যাংক বা ক্রেডিট কার্ড, ক্যালকুলেটর (গাণিতিক যুক্তি ব্যতীত) সহ কোনো নিষিদ্ধ সামগ্রী আনতে পারবেন না। প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টরে তল্লাশির পর প্রবেশের অনুমতি দেওয়া হবে।
পদ সংশ্লিষ্ট পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান ও ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষার্থীরা কেবল সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরিসংখ্যান (কোড ৯৮১) পরীক্ষায় হাইপোথিসিস টেস্টিংসহ প্রয়োজনীয় পরিসংখ্যানিক সারণি আনতে পারবে পরীক্ষার্থীরা।
হলে প্রবেশের পর পরীক্ষার্থীরা মুখ বা কানের ওপর কোনো ধরনের আবরণ রাখতে পারবেন না। পরিচয় নিশ্চিত করতে প্রবেশপত্রে থাকা ছবি ও স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে দেখা হবে। মিল না পেলে বহিষ্কার করা হবে। জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে পিএসসি।
লিখিত পরীক্ষায় ডাবল লিথোকোড ও বারকোডযুক্ত ওএমআর সংযুক্ত উত্তরপত্র ব্যবহার করা হবে। নাম, বিষয় কোড, রেজিস্ট্রেশন নম্বর কালো বল–পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। ভুল কোড পূরণ বা কাটাকাটি থাকলে উত্তরপত্র বাতিল হবে।
বাংলা বিষয়ের (০০১ ও ০০২ কোড) পরীক্ষা দুই দিন অনুষ্ঠিত হবে। ‘কারিগরি/পেশাগত’ ক্যাডারের প্রার্থীরা ১০০ নম্বরের ০০১ কোডের পরীক্ষায় অংশ নেবেন, আর ‘সাধারণ’ ক্যাডারের প্রার্থীরা অংশ নেবেন ২০০ নম্বরের ০০২ কোডে। উভয় ক্যাডারের প্রার্থীদের দুই দিনই পরীক্ষা দিতে হবে। ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ০০১ কোডের ৩ ঘণ্টার পরীক্ষা এবং ৩০ নভেম্বর ০০২ কোডের ৪ ঘণ্টার পরীক্ষা। ভুল কোড পূরণ করলে পরীক্ষা বাতিল হবে।
মানসিক দক্ষতার এমসিকিউ পরীক্ষা (বিষয় কোড ০০৯) অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার ঠিক আগে পরীক্ষার্থীদের দুই অংশে বিভক্ত ওএমআর উত্তরপত্র দেওয়া হবে। প্রথম অংশটি পূরণ শেষে পরীক্ষা শুরু হলে পরিদর্শক আলাদা করে নেবেন। দ্বিতীয় অংশে ৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বৃত্ত পূরণ অবশ্যই কালো বল–পয়েন্ট কলম দিয়ে করতে হবে- পেন্সিল বা ফ্লুইড ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক সরবরাহ করবে পিএসসি। দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় পাবেন।
সমস্ত পরীক্ষা কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশন পরীক্ষার্থীদের অসদুপায় থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
পরীক্ষা কেন্দ্রসমূহ: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। তবে কিছু পদ–সংশ্লিষ্ট পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন