হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও উন্নতির দিকে রয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন এবং মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের নিবিড় নজরদারিতে চিকিৎসা সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।
দলীয় সূত্র জানায়, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
এদিকে ঢাকায় হাসপাতালে খালেদা জিয়ার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন