রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার থেকে ডংনালা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছেন।
সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজি, মাইক্রোবাস, অটো-টমটম, ভ্যান, মোটরসাইকেলসহ নানা যানবাহন চলাচল করে। বেহাল রাস্তার কারণে এসব যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়াও, রাস্তায় জমে থাকা পানি ও কর্দমাক্ত অবস্থায় হাঁটা-চলার সময় পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে, পড়তে হচ্ছে দুর্ঘটনার আশঙ্কাতেও।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খোয়া বের হয়ে এসেছে। গর্তে পানি জমে তৈরি হয়েছে কাদা। কোথাও কোথাও হাঁটুসমান পানিও দেখা গেছে। সড়কের অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়, এখন এটা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। আমরা দ্রুত সড়কটির সংস্কার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশল দপ্তরের সার্ভেয়ার দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। ইতোমধ্যে সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বর্ষার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরু করা হবে।’
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, ‘সড়কটির নাজুক অবস্থা দীর্ঘদিনের। আমি একাধিকবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি বিষয়টি প্রকৌশল বিভাগকে জানানোর আশ্বাস দিয়েছেন।’ স্থানীয়রা দ্রুত সড়কটির মেরামত ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :