শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৪৬ এএম

চেকপোস্টে ক্যানসার রোগীর টাকা ছিনতাই

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৪৬ এএম

চেকপোস্টে ক্যানসার  রোগীর টাকা ছিনতাই

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় ভারতগামী এক ক্যানসার রোগীর ১৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে বগুড়ার মালতিকার শুড়া গ্রামের বাসিন্দা আলী হোসেনের স্ত্রী আরজিনা খাতুনের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় ডালিম নামের একজন চিহ্নিত ছিনতাইকারী ও তার দলবল।

ঘটনার পর কাঁদতে কাঁদতে আরজিনা খাতুন নিরাপত্তা বাহিনীর কাছে অভিযোগ করেন। এরপর এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে টাকা উদ্ধার করলেও মূল অভিযুক্ত ডালিম ও তার সহযোগীরা পালিয়ে যায়।

চেকপোস্ট এলাকার ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই কোনো না কোনো পাসপোর্টধারী যাত্রী প্রতারণা ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। অথচ চেকপোস্ট এলাকায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি থাকলেও কার্যকর ব্যবস্থা নেই বলেই অভিযোগ স্থানীয়দের।

এপিবিএন পুলিশ কর্মকর্তা সন্তু জানান, ‘ভুক্তভোগী নারীকে দ্রুত ভ্রমণকর জমা দেওয়ার কথা বলে ইউনুস মার্কেটে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই টাকা ছিনিয়ে নেওয়া হয়।’

ছিনতাইকারীদের একটি তালিকা রয়েছে পুলিশের কাছে। যার মধ্যে রয়েছে বড় আঁচড়া, সাদিপুর, ঘিবা, ভবারবেড় ও অন্যান্য এলাকার অন্তত ২০ জনের নাম। তারা দীর্ঘদিন ধরেই যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, ‘এর আগে ছিনতাইয়ের ঘটনায় একাধিক দোকানে তালা মারা হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু জামিনে বেরিয়ে আবার তারা একই অপকর্মে জড়িয়ে পড়ে।’
বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া হলেও দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেই, যা প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!