কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বিসিক মুহুরীপাড়া এলাকায় নিজ বাসার সামনে থেকে স্থানীয় ব্যবসায়ী মিজবাহ উর রহমানের (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি আল মজিদ টাওয়ারের পাশের সড়কে পড়ে থাকতে দেখে কক্সবাজার সদর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, নিহত ব্যক্তির মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভবনের ওপরের তলা থেকে নিচে পড়ে যাওয়ার মতো একটি দৃশ্য ধারণ হয়েছে। নিহত মিজবাহ উর রহমানের বাসা ছিল ওই ভবনের একাংশে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ভবন থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :