ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০২:১৫ এএম

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ২১টি স্বর্ণের বারসহ আবদিন মিয়া (২১) একজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর সীমান্ত থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। আটক আবদিন মিয়া জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে। গতকাল রাত ৮টায় বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের প্রস্তুতির খবর পায় বিজিবি। এরপর বিজিবির একটি টহল দল ঈশ্বরচন্দ্রপুর এলাকায় অবস্থান নেয়। দুপুরে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সীমান্তের দিকে গেলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এ সময় একজন পালিয়ে যায়, অন্যজন মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে পুকুর থেকে আটক করে। আটকের সময় আবদিন মিয়া একটি প্যাকেট পানিতে ছুড়ে ফেললেও, তার দেহ তল্লাশি করে বিজিবি আরেকটি প্যাকেট উদ্ধার করে। দুটি প্যাকেট থেকে মোট ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম।