ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০২:১৫ এএম

মৌলভীবাজারে প্রায় ৭৩ লাখ টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকচালককেও আটক করা হয়। গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় এ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার (বিকালে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ ও রাজনগর হয়ে মৌলভীবাজার শহরে প্রবেশ করছিল। গ্রেপ্তার ট্রাকচালক মো. লালন মিয়া (২৮) রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের বাসিন্দা। ডিবির কর্মকর্তা জানান, অভিযানে ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকের ভেতর থেকে প্রায় ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের ত্রিপলও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৭৩ লাখ ৪৮ হাজার ৮২০ টাকা।