ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গোপন একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩৫ দশমিক ৭৫ টন অবৈধভাবে মজুতকৃত সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ৭১৫ বস্তা সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য আট লাখ ৬০ হাজার ২৫০ টাকা। অভিযানটি বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরী ইউনিয়নের ঠুমনিয়া পাগলা বাজার এলাকার মো. করিম উদ্দিন আপনের (৩২) মালিকানাধীন একটি গোপন গোডাউনে পরিচালিত হয়। তিনি লাহিড়ী বাজারের সার ব্যবসায়ী মো. শাজাহানের ভাই। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, শাজাহানের মালিকানাধীন চারটি সারের লাইসেন্স থাকলেও এসব সার গোপনে তার ভাই করিম উদ্দিন আপনের গোডাউনে মজুত করা হয়েছিল। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন সোহেল, পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।