চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে। গতকাল সকালে দামুড়হুদা উপজেলার ঈশাড়ার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে এ রুপা জব্দ করা হয়।
গতকাল দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারিরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অধীন জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমাণ রুপা পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬নং থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশাড়ার মোড়ে অবস্থান নেয়।
গতকাল ভোর সাড়ে ৫টার দিকে দুজন সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদের থামার নির্দেশ দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাটখেতের মধ্য দিয়ে পালিয়ে যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন