চট্টগ্রামের সীতাকুণ্ডু- উপজেলার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী গাড়িটি বৃদ্ধকে চাপা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মাথা থেঁতলে যাওয়ায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাকির রব্বানী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন