লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় খাবার রান্না করার সময় আকস্মিক গ্যাস বিস্ফোরণে চার জেলের একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের স্বজন আবদুল কাদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আমজাদ লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বাসিন্দা। তাকে নিজস্ব কবর স্থানে দাফনের প্রস্তুতি চলেছে।
গত ৮ আগস্ট শুক্রবার সকালে রামগতি মাছঘাট এলাকার একটি খালের মধ্যে ভাসমান নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে চার জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী ও ঢাকা ভর্তি করেন। ঢাকা জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) প্রায় ৩০ ঘণ্টা চিকিৎসা শেষে শরীরে ৬৬ শতাংশ দগ্ধ অবস্থায় আমজাদ হোসেন মৃত্যুবরণ করেন। এ ছাড়া ফারুকের শরীরের ৪৫ শতাংশ, আব্দুল খায়েরের শরীরের ৩৫ শতাংশ ও আবদুল গনি খাঁর শরীরের ৪০ শতাংশ দগ্ধরা চিকিৎসাধীন রয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন