ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মরদেহ উদ্ধার

সীতাকুন্ড- (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০১:১৬ এএম

চট্টগ্রামের সীতাকুন্ড-উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরি এলাকার মাটিটার পাশে পাহাড় থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে স্থানীয়রা পাহাড়ে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সীতাকুন্ড- মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সীতাকুন্ড- মডেল থানার ওসি মজিবুর রহমান জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।