বরগুনার পাথরঘাটায় মো. জসিম (৩৫) নামের এক যুবককে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। গতকাল দুপুরে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার এম আব্দুর রহমান এক বিবৃতিতে জানান, নিয়মিত টহলকালে জসিমকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে জসিম এলাকায় মাদক কারবার করে আসছিল। জসিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।