রোপা আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষকেরা। এবার আষাঢ় মাসের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে বিনা সেচে আমন রোপণ করতে পেরে খুশি তারা। চলতি মৌসুমে চলছে রোপা আমন রোপণের ধুম। কৃষকদের একটুখানি বিশ্রামের অবকাশ নেই। শুধুই কাজ আর কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে কাজ। অন্য সময়ের তুলনায় কাজ বেশি হওয়ায় আয়-রোজগারও বেড়েছে তাদের।
উপজেলার বিভিন্ন বিল ঘুরে দেখা যায়, আমন ধান রোপণের জন্য জমি প্রস্তুত করা এবং চারা রোপণের কাজ চলছে পুরোদমে। শ্রমিক ও সার সংকট থাকলেও কৃষকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। বৃষ্টির কারণে সেচ বাবদ খরচ না থাকায় স্বস্তিতে আছেন কৃষকেরা। অনেক কৃষক আগে থেকেই শুকনো জমি চাষ করে রেখেছেন যাতে বৃষ্টির পরপরই চারা রোপণ করা যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, এবার রাজশাহী জেলায় ৮৪ হাজার ২৫৫ হেক্টর জমিতে রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুর্গাপুর উপজেলায় ৫ হাজার ৬২০ হেক্টর জমিতে আমন রোপণ করা হবে। ইতোমধ্যেই ৩০ শতাংশ জমিতে আমন রোপণ শেষ হয়েছে। এবার প্রায় ৩০ জাতের রোপা আমন রোপণ করা হচ্ছে। এর মধ্যে ব্রি-৭৫, ব্রি-৫১, ব্রি-৮৭, স্বর্ণা উল্লেখযোগ্য।
বৃষ্টি না হওয়ার কারণে সেচ দিয়েই জমি চাষ করে ধান লাগাতে হয়। এজন্য খরচও বেশি হয়। কিন্তু এবার আষাঢ় মাসের শুরু থেকেই বৃষ্টি হওয়ার কারণে সেচ বাবদ কোনো খরচ হয়নি। বরং চারা তৈরি হওয়ার আগেই বৃষ্টি শুরু হওয়ায় কৃষকরা ধান লাগানো শুরু করতে পারেনি। এখন পুরোদমে ধান লাগানোর কাজ চলছে। কিছুটা কৃষি-শ্রমিক ও সার সংকট রয়েছে। কিন্তু এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমরা স্বস্তিতে আছি বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, এবারে প্রচুর বৃষ্টিপাত অনেক কৃষক ইতোমধ্যে আমন ধান রোপণ করেছেন। আবার অনেক ফসলের মাঠ পানিতে ডুবেও গেছে। তবে পুরো আগস্ট মাসজুড়ে আমন ধান রোপণ চলবে। চলতে মৌসুমে উপজেলায় আমন রোপণের জন্য প্রায় ১ হাজার ১০০ কৃষককে কৃষি প্রণোদনার আওতায় আনা হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শারমিন সুলতানা বলেন, এবার রাজশাহী জেলায় ৮৪ হাজার ২৫৫ হেক্টর জমিতে রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই ৩০ শতাংশ জমিতে রোপা আমন রোপণ করা হয়েছে। আষাঢ়ের বৃষ্টিতে এবার কৃষকরা রোপণ আমন রোপণ করতে পারায় সেচ খরচ লাগেনি। আশা করছি, এবার আমন চাষে লাভবান হবেন কৃষকেরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন