বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এই দোয়া মাহফিল এবং পরবর্তী সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তী সময়ে জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় মসজিদের সামনের চত্বরে বৃক্ষরোপণ করেন প্রশাসন।