ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:২০ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে মো. আইমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আইমান আড়কান্দি গ্রামের আব্দুল মমিনের ছেলে। সে আড়কান্দি কিন্ডারগার্টেন স্কুলের প্লের শিক্ষার্থী। জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ি ফিরে বোনের সাইকেল নিয়ে বের হয়েছিল আইমান। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, থানায় পরিবার জিডি করেছিল। গতকাল সকালে বাচ্চাটির মরদেহ পুকুর থেকে পাওয়া গেছে। পরিবার ধারণা করছে, সাইকেলসহ বাচ্চাটি পুকুরে পড়ে গেলে উঠতে পারেনি। এতে তার মৃত্যু হয়।