জয়পুরহাটের কালাইয়ে কানমনা-হারাবতি খাল রক্ষা ও পরিষ্কার রাখতে এবং খালের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে মাছ শিকারের কারণে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খালের বিভিন্ন জায়গায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিডিক্লিনের ৩০ জন স্বেচ্ছাসেবী সদস্য। ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, বাঁধ দিয়ে মাছ শিকারের কারণে এবং নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার কারণে জমি ও খালে পানিপ্রবাহ থমকে দাঁড়ায়, এ কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন