চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫২টি গাঁজাগাছসহ রেজাউল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানাধীন বেগমপুর ক্যাম্প পুলিশ। গতকাল রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার দর্শনা থানার শৈলমারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজাউল দর্শনা থানার শৈলমারী গ্রামের আমজাদ ম-লের ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শৈলমারী গ্রামের নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার চাষ হয়েছে। এই সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন বেগমপুর পুলিশ ক্যাম্পের সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে রেজাইল হককে আটক করে। পরে তার বাড়ির পূর্ব পাশে বাঁশবাগান থেকে ছোট-বড় ৫২টি গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছগুলো তিনি পরিচর্যা করতেন।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক ওজন ১৫ কেজি, যার বাজারমূল্য ৩০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।