ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৫৫৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনেই বিক্রি ৪৪২টি ফরম । তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। মনোনয়ন ফরমের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে অংশ নিতে মোট ৫৫৬টি ফরম বিতরণ করা হয়েছে।’
জসীম উদ্দিন আরও বলেন, আগামীকাল মঙ্গলবারই মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। জমা দেওয়ার পরই জানা যাবে কোন পদে কতজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কারণ ফরম জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থী তার পদ উল্লেখ করবেন।
ডাকসুর তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম সংগ্রহের সময় ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা, এবং যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা ১টার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।