ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চলনবিল হচ্ছে বাংলাদেশের প্রাণ: ইউএনও মাজহারুল

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৫:৩৭ পিএম
সিংড়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মাজহারুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেছেন, ‘চলনবিলের প্রতি আমাদের অনেক মায়া ও মহব্বত রয়েছে। এটি শুধু আপনাদের ঐতিহ্য নয়, চলনবিল হচ্ছে বাংলাদেশের প্রাণ।’

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সিংড়া উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে জেলায় একটি সভা হয়েছে। মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে চলনবিল নামে একটি বিশেষ আইন প্রণয়নের প্রস্তাব উত্থাপন করা হয়। সকলেই এতে একমত হয়েছেন।’

‘আইন বিভাগও এর সঙ্গে একমত হয়েছে এবং লিখেও নিয়ে গেছেন। এখন পরিস্থিতি কেমন, কতদূর এগিয়েছে, তা জানি না। তবে আইনটি হলে খুবই ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘যদি সমগ্র বাংলাদেশের বিলের কথা বলা হয়, চলনবিল সবার আগে আসে। এটি রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, স্থানীয় মানুষেরও। আমরা চলনবিল রক্ষায় কার্যক্রম চালাচ্ছি। অভিযানে দিনে সর্বনিম্ন ৪ লাখ টাকার এবং কখনো কখনো ১৫ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করেছি।’

‘সিংড়ার বিভিন্ন গ্রামভিত্তিক সমিতি বিল ও নদী লিজের মাধ্যমে পরিচালনা করে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এটি দখল করতে পারবে না। এলাকার সকল মানুষ মাছ ধরবে, মাছ খাবে।’

সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, সিংড়া প্রেস ক্লাব সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা ও সিংড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় সফল মৎস্য চাষি হিসেবে উপজেলার তিন জনকে এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার জন্য ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’ নামে একটি সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।