বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের শাহবাশপুর গ্রামে পানিতে পড়ে রেজওয়ান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রেজওয়ান ওই গ্রামের হৃদয় হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায় রেজওয়ান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই, তাই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন