নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে এক হাঁসের খামারে হামলা চালিয়ে ৮০০ হাঁস লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় খোলাবাড়িয়া গ্রামের শায়বারকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে খামারের মালিক আজমল হক জানান, ঘটনার সময় তিনি ও গ্রামবাসী স্থানীয় একটি জানাজায় ব্যস্ত ছিলেন। এ সুযোগে শায়বারের নেতৃত্বে ৭-৮ জন দুর্বৃত্ত খামারে প্রবেশ করে দুজন কৃষাণকে মারধর করে আটকে রাখে এবং প্রায় ৮০০ হাঁস নিয়ে যায়। কৃষাণ বাবু বলেন, ‘আমি খামারে ছিলাম, হঠাৎ কয়েকজন লোক গেট দিয়ে হাঁস বের করতে থাকে। বাঁধা দিলে তারা আমাকে পানির ভেতরে ডুবিয়ে হত্যার চেষ্টা করে।’
অন্য কৃষাণ শফি জানান, তিনি নিজ চোখে শায়বারকে হাঁস তাড়াতে দেখেছেন। পুলিশ আসার পরও শায়বার হাঁস নেওয়ার কথা স্বীকার করলেও ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও ভুক্তভোগীরা স্থান ত্যাগ করেন। পরে খামারের মালিক আজমল হক আইনের আশ্রয় নেন। তবে প্রকাশ্য স্বীকারোক্তি সত্ত্বেও লুট হওয়া হাঁসগুলো এখনো উদ্ধার হয়নি।
আজমল হক বলেন, ‘আমার খামারের ৮০০ হাঁস প্রতিদিন প্রায় ৫০০ ডিম দিত। হাঁসগুলো ফেরত না পাওয়ায় আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’
এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত শায়বার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি হাঁস নিইনি, আমার ছেলেরা শুধু ওই খামারে গিয়েছিল। সিংড়া থানার ওসি মমিনুজ্জামান জানান, ভুক্তভোগী খামারি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন