পিরোজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত।
তিনি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে। স্থানীয়রা জানান, তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি নেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, রায়হান নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন