এশিয়া কাপ সামনে রেখে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেটে হবে সিরিজের তিনটি ম্যাচ। আসন্ন এই সিরিজে থাকছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি।
সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তার ছুটি শেষ হওয়ার কথা। বিসিবিও আশাবাদী, নেদারল্যান্ডস সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে মিরাজকে পাওয়া যাবে। নির্বাচকেরা অবশ্য এখনো নেদারল্যান্ডস সিরিজের দলই ঘোষণা করেননি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য ২৫ সদস্যের যে প্রাথমিক দল দেওয়া হয়েছে, সেখান থেকেই হওয়ার কথা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের দল। সিলেটে প্রস্তুতি পর্বের মধ্যেই ঘোষণা হয়ে যাবে সেটি।
এশিয়া কাপের জন্য বড় দুই দল পাকিস্তান ও ভারত চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নির্ধারিত দল ঘোষণার শেষ দিন ২২ আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে অন্যদেরও। দুটি দল নির্বাচন নিয়েই সিলেটে কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনায় বসার কথা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের। এরই মধ্যে এশিয়া কাপ সামনে রেখে প্রাথমিক দলের রুদ্ধদ্বার অনুশীলন চলছে। ঢাকার পর সিলেটের মাঠেও ক্রিকেটাররা প্রস্তুত হবেন। পাওয়ার ক্রিকেট খেলার সক্ষমতা বাড়াতে নিয়োগ দেওয়া হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। তার ক্লাসে ব্যস্ত সময় কাটাচ্ছেন লিটনরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন