ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রিভলভারসহ গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৭:৪৮ এএম

মাগুরার শ্রীপুরে বিদেশি রিভলভার ও গুলিসহ মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল ভোরে উপজেলার আমতৈল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামি (হুজি)’র একজন সদস্য বলে অভিযোগ রয়েছে। রফিকুল আমতৈল গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, গোপন সংবাদেরে ভিত্তিতে গতকাল ভোরে উপজেলার আমতৈল গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মোহাম্মদ রফিকুল ইসলামকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশি রিভলভার, দুইটি গুলি জব্দ করা হয়। পরে তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার রফিকুল ইসলামের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে।