ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৭:৪৯ এএম

বগুড়ার শেরপুর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হযরত আলী সোনারকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গতকাল সকালে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হযরত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক, বিস্ফোরকসহ অর্ধডজন মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও দ-বিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ। জানা গেছে, আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে তিনি দীর্ঘদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সিন্ডিকেট গড়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি থেকে মাটি কেটে বিক্রি করতেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকা-ে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।