ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পতাকা বৈঠক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৭:৫০ এএম

পতাকা বৈঠকের মাধমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে আটক ১১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বিকেল ৫টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, ফেরত পাঠানো ১১ জন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ ৫৯-ব্যাটালিয়নের রণঘাট ক্যাম্প কমান্ডার বিজিবিকে আটকদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সরবরাহ করে। বিজিবি সেসব তথ্য যাচাই-বাছাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩ এমপিসংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মাটিলা বিওপির বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।