বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশনের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকায় যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জানান, রোয়া ফ্যাশনের শ্রমিকদের দুই মাস ধরে বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। গত ১২ আগস্ট শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন