ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পালিয়ে না যাওয়ায় কিশোরীকে কুপিয়েছে ইয়াসিন মিয়া (২২) নামের এক যুবক। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে ওই কিশোরীর বড় ভাই ৫ জনের নামে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। অভিযুক্ত ইয়াসিন মিয়া একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া। এর আগে বুধবার রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জতিড় থাকার অভিযোগে একই এলাকার নয়ন মিয়া (২৪), সাইফুল মিয়া (৩০), সুলতান মিয়া (২৮) নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ইয়াসিন মিয়ার। বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে কিশোরীকে ইয়াসিন মুখ চেপে ধরে প্রথমে গলায় ছুরি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন