নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে একই পরিবারে দুই ভাইয়ের দুটি চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের চকমাহাপুর এলাকায় জাহাঙ্গীর ও আকরামের বাড়িতে ভ্যান চুরির ঘটনা ঘটে। জাহাঙ্গীর ও আকরাম ওই এলাকার রহমান আলীর দুই ছেলে। স্থানীয় ইউপি সদস্য আলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে তারা দুই ভাই বাড়িতে ভ্যান তালাবদ্ধ করে ঘুমাতে যান। রাত ৩টার দিকে জাহাঙ্গীরের ঘুম ভাঙলে ঘরের বাইরে এসে দেখেন, তার বাড়ির পাটখড়ির বেড়া ভাঙা এবং ভ্যান দুটি সেখানে নেই। ভ্যানের তালা খুলে বাড়ির বেড়া ভেঙে দুই ভাইয়ের দুটি ভ্যান নিয়ে গেছে চোর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন