টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী অটোরিকশা ও জ্যাকগাড়ির মুখোমুখি সংঘর্ষে রাবেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার হামিদপুর এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা মানিক মিয়া জানান, রাবেয়া বেগম সকালে নাতিকে দেখতে বাড়ি থেকে মধুপুরে আসেন। এ সময় তিনি যাত্রীবাহী একটি অটোরিকশায় বড়বাইদ এতিমখানা মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি জ্যাক গাড়ি (মেট্রো-ন ২০-৯৪৬৮) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাবেয়া বেগম। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।