ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সিলেটে বিমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা করেছে ন্যাশন্যাল লাইফ ইন্স্যুরেন্স

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৩:২২ এএম

সিলেটে বিমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা করেছে ন্যাশন্যাল লাইফ ইন্স্যুরেন্স। গত শনিবার সিলেটে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ কোটি ২০ লাখ টাকার বিমা দাবির চেক গ্রাহকদের কাছে বিতরণ করেন। সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম এবং তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।