ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আজকের নামাজের সময়সূচি (২৫ আগস্ট ২০২৫)

ধর্ম ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৬:০৫ এএম
ছবি- সংগৃহীত

আজকের দিনটিতে দেশজুড়ে মুমিনদের জন্য নামাজের সময়সূচী ঘোষণা করা হয়েছে। প্রতিদিনের মতো আজও যথাসময়ে নামাজ আদায়ের জন্য সময়সূচী অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

আজকের নামাজের সময়:

  • ফজর: ভোর ৪:২০ 

  • জোহর: ১২:০১ 

  • আসর: ৪:৩৩ 

  • মাগরিব: ৬:২৩ 

  • ঈশা: ৭:৪১ 

নির্ধারিত সময়মতো নামাজ আদায় করে মুমিনরা আল্লাহর সঙ্গে তাদের সংযোগ সুদৃঢ় রাখতে পারবেন।