রাজধানীর রামপুরার মেরাদিয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে মোঃ শরীফুল ইসলাম (৩৫) নামে রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত শরীফুল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাজানী গ্রামের স্থায়ী বাসিন্দা, ময়না মিয়ার ছেলে।
রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আহমেদ আলী জানান, ‘আজ রাতের দিকে শরীফুল ওই নির্মাণাধীন ভবনে রড বাঁধাইয়ের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।