সিলেটের জাফলং সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে চারটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি দল এই অভিযান চালায়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা অস্ত্রগুলো .১৭৭ ক্যালিবারের এয়ার গান, যা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে জব্দ অস্ত্রগুলো সিলেট ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।