নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামের তাইরদ্দির ছেলে আত্তারী মৃধা এবং খইরুদ্দিনের ছেলে মো. মোজা।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের যাত্রীবাহী বাসটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোজা ও যাত্রী আত্তারী মৃধা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে জান্নাত পরিবহনের বাসটি বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন