জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় লাল বিহারি সরকারি পাইলট স্কুল মাঠে ফলদ ও বনজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের কমিশনার মাহফুজার রহমান মিঠু, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহমুদ, উপজেলা স্কাউট লিডার আব্দুল মান্নান, উডব্যাজার ও অডিটর মুশারাত সুলতানা মুক্তা, লাল বিহারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান ও স্কাউট লিডার মেহেনাজ তাবাসুম সিলভী প্রমুখ। পরে উপজেলা চত্বরে নিমগাছের চারা রোপণ ও স্কাউটদের মধ্যে বিতরণ করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন