ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

অস্ত্রসহ ডাকাত আটক

মোংলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:০৭ এএম
ডাকাত

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদে জানা যায় করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে শেলা নদীসংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে ভোর ৬টার দিকে কোস্ট গার্ড ওই এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক সহযোগীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা ও ছয়টি ফাঁকা গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম আলমগীর হোসেন সাগর (৪৫)। তিনি মোংলা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেন, দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কর্মকা-ে যুক্ত আছে এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে তাদের সহযোগিতা করে আসছিলেন। আটক ব্যক্তি ও জব্দ করা অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য হস্তান্তরের প্রস্তুতি চলছে।