ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে ইউএনওর কাছে অভিযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:৩২ এএম
ইউএনও

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার  কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল বুধবার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শামসুন্নাহার ২০২২ সালে ফেব্রুয়ারিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এরপর ২০২২-২৩ সালে কোভিড-১৯-এর বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে বিতরণ না করে আত্মসাৎ করা, সরকারি ক্রয়নীতি অনুসরণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে উৎকচ গ্রহণ করে নিম্নমানের ওষুধ ও খাবার বিতরণ এবং রোগীদের জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ, নিয়মবহির্ভূত চতুর্থ শ্রেণির কর্মচারীকে দিয়ে স্টোর পরিচালনা করা, দুজন ডাক্তার এবং সাতজন কর্মচারীকে মিথ্যা অভিযোগে অন্য জেলায় বদলি করা, বর্তমান নার্স ও স্টাফদের চরম হয়রানিমূলক ব্যবহার করে আসছেন।

এ ছাড়া গত বছর ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে ২২ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকার কর্তৃক প্রদেয় গাড়ি পারিবারিক কাজে ব্যবহার ও তেলের ভাউচার দ্বিগুণ করা, হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন ধরনের গাছ টেন্ডার ছাড়াই রাতের আঁধারে বিক্রি, হাসপাতালে সরকারি বিভিন্ন ফি আদায়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে একনায়কতন্ত্র কায়েম করে মসজিদকে ছোট করার উদ্যোগ নেওয়া, উদ্যোগ বাস্তবায়ন না করায় কারণ দর্শানো নোটিশ ছাড়ায় চিঠির মাধ্যমে মসজিদ কমিটি বিলুপ্ত করা। মসজিদ মার্কেটের দোকান ভাড়ার টাকা লোপাট এবং মুসল্লিদের সাপ্তাহিক দানের টাকা মোয়াজ্জিমের মাধ্যমে বাসায় নিয়ে যাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উল্লেখ করা হয়।

জানা যায়, এর আগে রংপুরের তারাগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় অনিয়মের কারণে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ার হাট ২০ শয্যার হাসপাতালে পদাবনতি দিয়ে মেডিকেল কর্মকর্তা হিসেবে ডা. শামসুন্নাহারকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের চিকিৎসকদের সংগঠন স্বাচিবের সদস্যও ছিলেন।

অভিযোগের অনুলিপি ইউএনও ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হয়েছে।

অভিযোগ দাখিলের সময় দুপচাঁচিয়াবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, জেলা জামায়াতের সদস্য গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা দুপ্রকের সাধারণ সস্পাদক আবুল বাশার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্য আবু বক্কর সিদ্দিক, হাসপাতাল মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জোব্বার বাবু প্রমুখ।