নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে বিজিবি ৩১ ব্যাটালিয়নে বিশেষ অভিযানে এসব মদ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক এ.এস.এম কামরুজ্জামান। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বুধবার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মদ নেওয়ার খবর পাওয়া যায়। পরে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচগাঁও এলাকার নতুন বাজার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ জব্দ করে। নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক এ.এস.এম কামরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সবসময় অভিযান চলমান থাকবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251030020737.webp) 
                                                                                     
                                                                                     
                             
       -20251030233957.webp) 
        
        
        
       -20251030225605.webp) 
        
        
       -30-10-25-20251030222222.webp) 
        
        
        
        
        
       -20251030213733.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন